সুবীর সরকার


শ্লোক

খুব শীতের দেশ
মৃত মানুষের দেহ
ফুল ও ফল নিয়ে
মড়কের কাছে
               আসা


বৃষ্টি উন্মনা করে
বৃষ্টিতে উন্মনা হই
বিকেলের অবসর
বুকে ঠোঁট গুঁজছে
                পাখি


লম্বা লম্বা বিচ্ছেদগুলি
পর্যাপ্ত স্মৃতিতে ধরে
                 রাখি
দোলা জমি, কাশের
                 গুচ্ছ
পাতা ফাঁদে পা
কপাল ঠুকছে
            কাঠুরিয়া


সেতুগুলির সঙ্গে মিলে যায় সেতুগুলি
গমরঙের পৃথিবী
তোমার কথা বড্ড মনে
                      পড়ছে


কী তীব্র হতে পারে অপমান!
সাপের শিস
মাঠ জুড়ে অন্ধকার
ইঁদুরের চলাচল
হাসি নয়; বুঝি
              শ্লোক

ছবিঃ রাজদীপ পুরি/ সুবীর সরকারের 'ধানবাড়ি গানবাড়ি' থেকে। 

মন্তব্যসমূহ

Soumitra Chakraborty বলেছেন…
প্রত্যেক অংশ ই স্বতন্ত্র ও স্বাবলম্বী। সুবীরের লোক-মাটি-নির্জনতা নিজস্ব গন্ধে উছলে উঠল।
Unknown বলেছেন…
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি সৌমিত্রবাবু। আশাকরি আরো কিছু মন্তব্য আপনার কাছ থেকে পাবো। ভালো থাকুন।