নিয়ম

স্বাগতম। 'অচেনা যাত্রী'-তে যাঁরা লিখছেন আগামী দিনে তাদের মধ্যে অনেকেই বাংলা সাহিত্যকে শাসন করবে বলে মনে হয়।সে 'অচেনা যাত্রী'র অকালমৃত্যু হলেও । কেউ কেউ তো ইতিমধ্যেই শাসনভার বুঝে নিয়েছেন। শব্দে অথবা নৈঃশব্দ্যে ।এপার বা ওপার থেকে। আমরা সব পাড়ে আছি। 'ধর্মেও আছি ,জিরাফেও আছি' গ্যাঁড়াকলেও আছি, ফেভিকলেও আছি। আপনিও এই সাহিত্য আন্দোলনে সামিল হতে পারেন ,আবার নাও পারেন। তবে আপনার মূল্যবান লেখাটি পাবার জন্য আমরা কিন্তু বেশ উদ্গ্রীব। লেখা অভ্র-তে টাইপ করে Word File  করে achenayatri@gmail.com -এ পাঠিয়ে দিন।পিডিএফ ফাইল পাঠাবেন না। সঙ্গে আপনার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি পাঠাবেন।ভালো-মন্দ কথা  বলার জন্যঃ +৯১ ৮১৫৯০৯৩৭১০  এস এম এস- স্বচ্ছন্দ । ফেসবুকে আসুন। জমিয়ে আড্ডা দেবো । Amit Nirguna Agnimitram  নামে  ফেসবুকে আছি। পাঠানো লেখা প্রকাশ করতে না পারলে শাস্তি স্বরূপ লাল কার্ড [ব্লক্ ]দেখিয়ে চিরতরে বের করে দিতে পারেন,অথবা হলুদ কার্ডও[আনফ্রেন্ড] আছে। আবার নাও পারেন। না না, এখানে দলবাজি গলাবাজি কিস্যু নেই। তবে আছে শব্দের আতশবাজি । আসুন । চলুন । দলবদ্ধভাবে শুরু করি বাংলা সাহিত্যের নির্ভেজাল ঝগড়াঝাঁটি । মিষ্টি ঝগড়াতেই সম্পর্ক আরো দৃঢ় হোক।

মন্তব্যসমূহ

উৎপল ত্রিবেদী বলেছেন…
আসলে এই কথাগুলো এত দীর্ঘদিন শুনছি এবং মিথ্যে হতে দেখছি যে এখন সংশয় হয়। যদি আমার সংশয় মিথ্যে প্রতিপন্ন হয় তাহলে আমার চেয়ে খুশী আর কেউ হয়তো হবে না।সত্তর দশকের কবিতাকর্মী হিসাবে বহু ভান,ভনিতা দেখে ফেলেছি বলে হয়ত একটু বেশি সংশয়বাদী। সাংস্কৃতিক নৈরাজ্যের সবচেয়ে বড় শিকার তো আমরা ছিলাম-- তাই।
ভাল থাকুন।এই সঙ্খ্যাটা খুব ভাল লাগল।খুব জরুরি কাজ করেছেন।লেখা পাঠানোর সাধ রইল।নমস্কার।উৎপল ত্রিবেদী।ইছাপুর।উত্তর ২৪ পরগনা।
Unknown বলেছেন…
প্রিয় দাদা, আপনার মতামতের উত্তর দিতে অনেক অনেক দিন সময় নিলাম । ভীষণ দুঃখিত। আপনি আমাদের পত্রিকা পড়েছেন, তাই আপ্লুত। পাশে থাকুন। আমাদের উৎসাহ দিন। আর সম্ভব লেখা লেখা দিয়ে সমৃদ্ধ করুন আমার-আপনার 'অচেনা যাত্রী' কে । ভালো থাকুন।
Sokal Roy বলেছেন…
হেব্বি বলেছেন
Unknown বলেছেন…
can i send a english poem,stroy, etc???
amitosh বলেছেন…
সাধু উদ্যোগ।।
পড়লাম, ভাল লাগল।
আর নিরন্তর শুভকামনা রইল আগামীর জন্য।