বনগাঁর কবিসাহিত্যিক

দুই বাংলার হৃদয়ের শহর বনগাঁ থেকে আজ [১লা অক্টোবর,২০১৩] ভূমিষ্ঠ হল একটি পাক্ষিক   (বর্তমানে মাসিক ব্লগজিন; কিছুদিন ওয়েবজিনও ছিল) ব্লগজিন 'অচেনাযাত্রী'। 
পাতাটি অসম্পূর্ণ। সম্পূর্ণ করবার জন্য আপনাদের আন্তরিক সাহায্য চাই। আমরা যেটা চেয়েছি--১) বনগাঁ মহাকুমার সেকাল-একালের কবি ও সাহিত্যিক; ২) বনগাঁয় থাকতেন, একসময় বনগাঁ থেকে সাহিত্য চর্চা করতেন, এখনও হয়তো করেন, কিংবা করেন না, অন্য কোথাও থাকেন, তাঁদের পূর্বের ও বর্তমান ঠিকানা, ফোন নম্বর, ই-মেল; ৩) তাদের জন্ম-তারিখ ,  তাঁরা কোন দশকের কবি-সাহিত্যিক; ৪) তাঁদের লেখা বইপত্র; ৫) তাঁদের ছবি; ৬) পুরস্কার/ সম্মাননা; ৭) সম্পাদিত পত্রিকা, ইত্যাদি। আপনাদের কাছে কোনো তথ্য তাকলে https://www.facebook.com/amitkumar.biswas.9-তে যোগাযোগ করুন। অথবা ফোন করুন এই নম্বরেঃ +৯১ ৮১৫৯০৯৩৭১০ । 
----------------------------------------------------------------------------------------------- 




মন্তব্যসমূহ

Rehabcareone বলেছেন…
1st time, reading these blogs . Khub bhaloo laglo. I will come back again.
Dhonnobad .
Sadhan Mahanta
গল্পগচ্ছ বলেছেন…
বাংলা ব্লগ গুলো আমি খুঁজে খুঁজে দেখি। এক একটা ব্লগের লেখা এত চমৎকার লাগে , বারে বারে ঘুরে আসি ওখানে । আমিও কিছু গল্প লিখেছি । তবে ব্লগ গুলো দেখি নিজেকে নিজে সমালোচনা করার জন্য ।
নামহীন বলেছেন…
উপস্থাপন বেশ।তথ্যে আরো সমৃদ্ধ হোক-এটাই প্রত্যাশী.
Unknown বলেছেন…
Biswanath Sengupta বলে কেউ ছিলেন কিনা জানিনা। তবে বিশ্ব রঞ্জন সেনগুপ্ত ছিলেন। কবি, ছোটগল্পকার। রৌদ্রের স্বরলিপি তাঁর ছোট গল্প সংগ্রহ। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি।