এই সময়ের উল্লেখযোগ্য কথাসাহিত্যিক সুরঞ্জন প্রামাণিকের দীর্ঘ সাক্ষাৎকার ।। দ্বৈপায়ন ২০১৫ ( মুদ্রিত)-থেকে ।।



সুরঞ্জন প্রামাণিক (ডানদিক থেকে প্রথম)। পাশে কবি তমাল বন্দ্যোপাধ্যায় ও  কবি  সমরেশ মুখোপাধ্যায় ( মুখে হাত)।


জন্ম ৭ অগ্রহায়ন ১৩৬২ ( ১৯৫৫)। সরকারি চাকরি করেন। মূলত গদ্যকার, লিটল ম্যাগাজিনের বিশিষ্ট লেখক ও বামপন্থী দর্শনের মানুষ। মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন বহুদিন। তাঁর ছোটোগল্প, উপন্যাস ও প্রবন্ধাবলি বাংলা সাহিত্যে আলাদা জায়গা করে নিয়েছে। কবি জীবনানন্দ দাশের জীবনালেখ্য 'সোনালি ডানার চিল'  বাংলা উপন্যাসের ক্ষেত্রে একটি মাইলস্টোন।
গল্পগ্রন্থঃ নীলরতন, জ্যোৎস্নায় হাঁটাব ও আরো কিছু গল্প, কাফেস, মুদ্রারাক্ষস, অদৃশ্য সম্পর্কগুলি।
উপন্যাসঃ উত্তর হাওয়ার গান, ঈশ্বরের বিরুদ্ধে আবহমান, সোনালি ডানার চিল।
প্রবন্ধগ্রন্থঃ রাষ্ট্রের দৃষ্টি কবির দর্শন, মানবিক সমাজের দিকে। 

পুরস্কারঃ এবং অন্যকথা সমর মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার-২০১৪, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার-২০১৪, বিনয় স্মৃতি পুরস্কার, সাগ্নিক সম্মান -২০১৬। 
       





















মন্তব্যসমূহ