মাসুদার রহমানের গুচ্ছ কবিতা।

ডাকবাংলো-৬
অ্যালানপোর কালো বিড়াল অন্ধকারে
লাফ দিলো
দোলক চেয়ার খানা দুলিও না। মোম আনো।
রাইটিং টেবিলের উপর দেয়াশলাই । আগুন জ্বালাতে গিয়ে
গোঁফ পুড়ে গেছে
ডাবল জানালা খোলা। একটানা ঝিঁঝিঁকথা।
পড়ে আছে কবির পান্ডুলিপিচাঁদের গরল


ডাকবাংলো-৫
মাউথঅর্গান বাজানো পাখি ডাকছে ; দূর পৃথিবীতে
 
হারিয়ে যাওয়া
 
সন্ধ্যা নামের এক পড়শি বোনকে
দিনশেষে এখনও তাই সন্ধ্যা নেমে আসে
গাছের আড়ালে কে? ছায়ামূর্তি!
রহস্য উন্মোচনে নেমেছে কি শার্লক হোমস
কাঁপছে বাতাসে উঁচু ঘাসবন 
সাপের জিভের জেরক্স


কমলালেবু
মুড়িবিক্রেতা পাঁচু গোপালের কাছে শিখেছি
এক কেজি মুড়ি ষাট টাকা দরে
 
বিক্রি করলে
 
কাগজের ঠোঙাটিও বিক্রি হয় প্রতি কেজি ষাট টাকা
কবি এবার কমলালেবুর চাষ শুরু করেছেন
কবিতার দরে বিক্রি করবেন
কমলালেবু
কমলালেবুর দরে কবিতা


অ্যাশ ট্রে
মুখ পোড়াবার পর অ্যাশ ট্রে-তে
ছাই ফেলি
এতগুলো অপকর্মের সামান্য তুমি জান
যার পুরো অংশ
অসামান্য মুখোশে ঢেকেছি
টেবিলের নিচে রাখা
অ্যাশ ট্রে
বউ কি দেখে নি!


দাম্পত্য
ঘুমের মধ্যে কথা বলছে বউ
ঘুরেফিরে বলছে ওর ছেড়ে আসা প্রেমিকের নাম

বলুক না

সে না হয় ঘুমের মধ্যে

আমি তো কেবল ওর জেগে থাকাটুকু
নিয়ে সুখি হতে চেয়েছি
 



কবিতাগুলি কবি মাসুদার রহমানের 'ডায়ালের যাদু' ও 'ডাকবাংলো' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 

মন্তব্যসমূহ

Taimur Khan বলেছেন…
কবিতায় কবি যেন আত্মকৈফিয়তের সম্মুখীন হয়েছেন। নিজের অস্তিত্ব যাপনের ভেতর তাঁর জগৎ সর্বদা নিজেকেই মুখোমুখি দাঁড় করায়।