কবিতা ।। আমার টোটেম ।। তীর্থঙ্কর মৈত্র ।।

আমার টোটেম
তীর্থঙ্কর মৈত্র

ভাদ্রের সকাল বেলা যেভাবে রোদ্দুর পড়ে 
কাগজি লেবুর বনে, যেভাবে শরৎ আসে
মেঠোপথে গ্রামগাঁয়—সবুজ ঘাসের ঝাড়ে,
ফুল ফোটে চুপিচুপি, লাল গাভীর নিঃশ্বাসে
পবিত্রতা পায় মফস্‌সল—তেমন তোমার প্রেম
আমাকে গড়েছে এসে, ক'রে সহজ সরলে!
তবু কেন মানুষেরা প্রশ্ন করে—‘তুমি কোন দলে?’ 

আমার টোটেম ‘প্রেম’, এখনও কি চেনা বাকি!
শিমুলপুরের গ্রামে, গৌরী-তীর্থ মিলে থাকি।                           



মন্তব্যসমূহ