কবিতা ।। আবহমান ।। দেবাশিস রায়চৌধুরী ।। এই তারিখে সেপ্টেম্বর ০৩, ২০১৫ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ আবহমান দেবাশিস রায়চৌধুরী তারপর চাঁদ ডুবে গেলে দু-একটি তারা ইতিউতি ডুব সাঁতারে লুকোচুরি বেদনার মতো আলো জাগে মেঘদের বুকে রাতের রুমালে ঢেকে মুখ আকাশ সয়ে নেয় খুব চিরন্তন প্রসববেদনা আগমনী তারপর অলৌকিক উদ্ভাস গুপ্ত জরায়ু ছেড়ে এক রাতুল কুসুম। মন্তব্যসমূহ
মন্তব্যসমূহ