কবিতা ।। ভারতবর্ষ ।। মাসুদার রহমান ।।

ভারতবর্ষ
মাসুদার রহমান

ছেলেকে প্রথমবার জাদুঘর দেখাতে এনেছি

এক একটি শো কেসের সামনে দাঁড়িয়ে আশ্চর্য পুরোন দিনকে ঘিরে
 মনে ওর কত কত দৃশ্যকল্প

বাঁশ ও কাঠের তৈরি গাড়িটি দেখিয়ে বলি; ওটা ছিল মহিষে টানা
 আমাদের ছেলেবেলায় তাতে চড়ে কাটাধান বোঝাই বাড়িতে এনেছি

মহিষে টানা !
আনন্দ লাফিয়ে উঠলো; আমাকে মহিষ দেখাও বাবা

মহিষ দেখাতে ওকে সোজা গেছি চিড়িয়াখানায়
 আর ভাবছি; এরপরে ছেলে যদি জানতে চায়- লোহার পাত আর কাঠের
 চাকা
 সে সময়ে কোন হাটে কেনা হত?

লোহার পাত আসতো শিয়ালকোট থেকে
 কাঠের চাকা ছিল বিখ্যাত মাতাজীহাটের- তা কবেই সীমান্তের ওপারে
 পরেছে

 ২৭/০৮/২০১৫


মন্তব্যসমূহ