দেবাশিস রায়চৌধুরী

এইভাবে একদিন

এক গন্ডুষে
 আবিশ্বের জল শুষে নিয়ে
 অগস্ত্য চলে যাবে পশ্চিমে

ওজোনথাকের বখরা গিলে
 বোঝাপড়া শেষ
 মেঘ ও রৌদ্রের

শ্যামা বুলবুলি শালিক চড়াই
 স্মৃতিঘরে বইঘরে ঠাঁই
 আর রিংটোনে বেজে যাবে

তখনও হবে ধান
 কাঁচঘরে, ফসলের মাঠ জুড়ে
 নিবিড় শিল্পায়ন

সে দিনও মানবপ্রজাতি
 নেড়ে যাবে কলকাঠি অগ্রগতির
 কোলাহলে বেড়ে যাবে

নলজাতকের স্বর



মন্তব্যসমূহ