সম্পাদকীয়

হ্যাঁ, ক্রমশ প্রাথমিক মৃত্যুর দিকে আমরা। ইয়াকুবের ফাঁসি, বিতর্ক। নানান ধর্মের সন্ত্রাস। কারণ। ফলাফল। যোগ বিয়োগ গুন ভাগ। মৃত্যুদণ্ডের পক্ষে-বিপক্ষে। আইসিস পতাকা আবার পাহাড়ে। মহামান্য কালামের বিদায়। কাদের খানের ব্লাডসুগার। নিজের হিসি মুখে মেখে উদোম নাচ। দাঙ্গাবাজেরা ভুট্টা পুড়িয়ে খায়। গুজরাটে। ঢাকায়। বম্বেতে। ধর্মের পক্ষে অধর্মের স্লোগান। হ্যাঁ, বাঙালিরা কিছুই লিখতে পারে না, আর তাই আপনি কলমে হলুদ বীর্য পুরে লিখছেন মহাভারত! আপনার ফেলে দেওয়া কন্ডোম নিয়েও স্ট্যাটাস মারছেন দেওয়াল জুড়ে। ভুট্টার দানার মতো ফুটতে থাকা সিরিয়ার শিশুগুলোকে নিয়ে গেল ঘেয়ো কুকুর। সিগারেট ধরাবে বলে  গাজার লোকটি ধ্বংসস্তূপে এখনও খুঁজছে লাইটার। হ্যাঁ, বামিয়ানের মোল্লা চলে গেছে। হ্যাঁ, ক্রমশ প্রাথমিক মৃত্যুর দিকে আমরা। তাই নিজের লাইটার দিয়ে ধরিয়ে দিলাম নিজের চিতা, আর দাউদাউ পুড়ে গেল শব্দের গাছেরা। তুমি দেখলে। এবং হাসলে বন্ধুদের সাথে। খুব।
   

মন্তব্যসমূহ