গুচ্ছ কবিতা ।। সুবীর সরকার ।।

সুবীর সরকার
গান

মঙ্গলবারে শুরু হওয়া গান
তুলি ও পেন্সিল হাতে
           বাজনাদার
গান গড়িয়ে নামে
হুবহু চশমার কাঁচ



গল্প

গল্প শোনাতে আসে শিকারী
শিকারের ছবিতে ছায়া
পতিনিন্দা শুনে উড়ে যাওয়া
              পাখি



সাঁকো

সাঁকো পেরোতে পেরোতে দেখি
পেখম মেলছে ময়ূর
কাকও কিন্তু পাখি
শান্ত চোখে কাজল নেই
ঝোঁক বাড়াচ্ছে
                         হারমোনিয়াম




বাবুলাল
হঠাৎ বাবুলাল।বাবুলাল বাঁশফোড়।সেই সব
মাঠপ্রান্তরে যার গান ও কথা ছড়িয়ে ছিটিয়ে
গাছের পাতায় রোদ।আঁঠা মাখছেন রীতিনীতি
না মেনেই।নৃত্য ও গীত ব্যতীত এক জীবন
                      বাবুলালের


সম্পর্ক

তুমি কি কোন শহরের গল্প শোনাচ্ছো!
কমিক নায়ক পথে পথে
             হাঁটছেন
অবসেশন থাকে।
সম্পর্ক ঘনিষ্ঠতা
         বাড়ায়




জাহাজডুবি

এক একটা জাহাজডুবি আমাকে ঘুমোতে দেয়
                                            না
চারদিকে বন্দুকবাজ।
চিরকালীন হয়ে উঠতে থাকা
                   মাছ ও বেড়াল




অপেরা
অপেরাধর্মী দিনগুলি আসলে একধরণের
                                  বাজনা
ঝোপের আন্ধার মেখে
মাছি উড়ছে
        গুলতানিপাড়ায়



বরফ
কোথা থেকে বরফ নিয়ে এলে!
ভাষ্যপাঠের ভিতর সব
                  খুঁটিনাটি
অসামান্য তান্ত্রিক
চামর ও ছাইদান






মন্তব্যসমূহ