চুপগান ঘর ।। বিবি বসু ।।

 চুপগান ঘর

বিবি বসু


আঁধার ঘরে

ঘুমপাড়ানি আলো

খুব নিভৃতে

লিখে যায় চুপগান

ভোর এসে যেই

ছুঁয়ে দেয় দুই চোখ

চুপগান রঙে

আলো-ভাসা অভিমান

রাত্রি তখন

 ভোর দীঘিতে নেয়ে

 আলতো পায়ে

 ফিরছিল রাত-ঘরে

 ঘুমপাড়ানিয়া

 মেদুর আলো এসে

 বলে...ও রাত

 আমায় মনে পড়ে?

 শ্রান্ত ঘরে

 আঁধার হয়ে একা

 যখন কাটাও

 নির্মোহ এক রাত

 চুপগান ঘরে

 জলতরঙ্গ বাজে

 তোমায়ে পরায়ে

 ক্ষণিকের মোহসাজ

 রাত টুকুনি

 ফুরিয়ে যাবার পর

 সান্ত্রী রোদের

 সতর্ক প্রহরা

 ঝকঝকে ঐ

 আলো উপত্যকায়ে

 আনমন চায়

 ঘুম আলো ইশারা...




মন্তব্যসমূহ