সম্পাদকীয় ।। ঠোঁটকাটা ।।

ঠোঁটকাটা

পাঁচ তারিখ হয়ে গেল, তবু...

পুরির সমুদ্ররাক্ষস বাবার হাত থেকে শিশুটিকে ছিনিয়ে নিল গতকাল...
আমরাও ফিরলাম... সমুদ্র থেকে... ভোর রাতে...
কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য চলে গেলেন গতমাসে। তাঁর আত্মার প্রতি শান্তি কামনা করি। গত কয়েক দশক ধরে নিম্ন-মধ্যমেধার বাঙালি পাঠকদের খাস্তা লেখা পরবেশন করে তিনি রীতিমতো হিট! আঙুর ফল টক, বলেন? হুম। আমরাতো সেই কবেই টকে গেছি! তবে সুচিত্রাদেবীর বইগুলো টক কি না বলতে পারবো না, তবে তা স্যাকারিন ইঞ্জেকটেড!  
অ্যান্টিফিকেশন চলছে চলবে। শিমুল মাহমুদের শব্দের খোঁচায় কিংবা আদরে আমরা বধ্যভূমিতে খাচ্ছি লিকার। খাবিও!
এদিকে শেষ হচ্ছে সেনেটি। রুপাই পান্তির প্রথম নভলেট। প্রথমটাই রাজনৈতিক। এবং ভালো। হেব্বি ভালো। কেন? তর্ক না-করে পড়ুন।
দীর্ঘ কবিতায় সুবীর সরকার, অণুগল্পে দেবাশিস রায়চৌধুরী, অনুবাদ কবিতা ও গল্পে মৈনাক আদক...স্প্যানিশ থেকে...ভালো এবং খুব ভালো...
গত মে-তে চলে গেল কবি বিষ্ণু বিশ্বাসের জন্মদিন, আর ঠিক মে ২০১৪ –তে আমরা ‘কবি বিষ্ণু বিশ্বাস সংখ্যা’-টি করে পাদপ্রদীপের আলোয় এসেছিলাম। কি লাভ হল? কবিতো সেই অন্ধকারে! কী স্বার্থপর আমি এবং আমরা! এই সংখ্যায় প্রিয় কবির কয়েকটি সেরা কবিতা রাখছি। আবার। বিশুদ্ধ স্বার্থপরের মতো। নিজেদের থুতু রেডি রাখুন।
... আর হ্যাঁ, হ রি প দ
আমি আমি আ আ আ আ আ মি ই ই ই
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ...


মন্তব্যসমূহ