কবিতা।। আদিবা জামান।।

                       পরিব্রাজক
                      আদিবা জামান
নোনাগন্ধ পেতেই তীব্র হয়ে ওঠে ঘ্রাণ। আর নিরন্তর সাঁতরে চলা অন্ধ তিমি দাপড়ে বেড়ায় এমাথা-ওমাথা, বিস্তর যোজনেনোঙরে নোঙরে বদলে যাচ্ছে নোনাপানির ঘনত্ব, বাতাসেরও। দৃষ্টিবলয়ে বাতিঘরের সরু, তীব্র আলোর ফোঁটা যেন জিপসি রমণীর মাথায় চক্রাকারে শোভা পাওয়া রক্তপ্রবাল। যে ঝিম মারা প্রহরে গুপ্ত ঝাঁপি মেলে দিয়েছিল অব্যর্থ কবচ, সাথে উন্মত্ত আকর্ষণও। সেই দিন থেকে যুবক নোনাপানির পর্যটক, জাহাজে স্বেচ্ছায় আটকে থাকা অব্যক্ত, স্থির বিন্দু। অমোচনীয় কবচ আর জোয়ার-ভাটার নিখুঁত হিসেবে পর্যটক আজ নিজেই এক শ্যাওলা ধরা জাহাজ।
        

মন্তব্যসমূহ