গোলাপি প্রলাপ ।। শঙ্কর দেবনাথ ।।


গোলাপি প্রলাপ
শঙ্কর দেবনাথ

তোমার চোখের মধ্যে
মহাকাশ ভেসে ওঠে
                       আর
নক্ষত্ররমণী সশরীরে
              ঢুকে পড়ে
         আগ্নেয় গহ্বরে

তবু
শীতলতা গলে গলে
              শূন্যপথে
আকাশগঙ্গা বয়

তোমার শাড়ির পালে
        প্রেমিক বাতাস লেখে
            নিঃশব্দ মায়ায়
                নীল নীল জ্বর
যার রঙিন উষ্ণতা থেকে
                   ঝরে পড়ে
                     গোলাপি প্রলাপ

জীবন ও মৃত্যু খেলে
            লুডো আর সাপ


---------------------------------------------------------------------------------------
না পড়ে চলে যাবেন না মতামত রেখে যান এখানে পোস্ট করার সময় আপনার ই-মেল পাসওয়ার্ড চাইতে পারে দিন ওটা আপনি গুগলকে দিচ্ছেন একবারই দিতে হবে আর যদি প্রযুক্তিগত কারণে বার বার মতামত পোস্ট করা সত্বেও মতামত যদি পোস্ট না হয় তাহলে সম্পাদকের ফেসবুকের ইনবক্সে পোস্ট করুন পরে এখানে পোস্ট করে দেওয়া হবে নাহলে achenayatri@gmail.com-এ মেল করুন অনেক আন্তরিকতার সাথে আমরা এই কাজটা করি তাই এই লোভটা সামলাতে পারি না সমালোচনা করেই লিখুন কিন্তু লিখুন আশায় আছি ধন্যবাদ

মন্তব্যসমূহ