অরুণকুমার দত্ত

শিলাবতী সমগ্র : চার
তাহলে বিস্ময়ও উড়িয়া গেলেন। ছায়াট্রিপ থেকে তথাপি তল ফলিল না। এই যে হাড়হাভাতে পটিয়সী, দ্রাক্ষারস। নিধিকম্পে ব্যান্ডেড বেঁধে বসে থাকলেন চুরাশির মাতা। প্রত্ন গ্রাম আমাদের শিকড় বাকড় খেয়ে মরে গেল। বিভাজন। ভ্রূ-সাঁওতালি দৌড়ে যাচ্ছেন আধখাওয়া ফ্রেমে। এসব তো পদাবলী হবে না। কাঁচি চালিয়ে বাগডুম কোলাজ কোলাজ ফ্ল্যাসমুভি।

আমার বইয়ের কোনো প্রচ্ছদ রাখলাম না তবে।
উপমিত শীত। কারুকাজ বলতে নিভার অপেক্ষা।

তিলপ্রসবে ঘুমকান্তি। শিথিল মসনদ ভেঙে গলে পড়ছে ব্রেকিং নিউজ। ঘামভর্তি শুয়োরবাহিনী
চরাতে চরাতে কেউ কেউ রাক্ষস বাজাচ্ছেন ...


মন্তব্যসমূহ

Sudip Chattopadhyay বলেছেন…
খুব ভালো লাগলো অরুণ, তুমি লিখে যাও, তোমার আরও লেখা পড়তে চাই
উৎপল দে বলেছেন…
এই উচ্চারণই তোমাকে স্বতন্ত্র করেছে ।এবং পরিণত ।
Unknown বলেছেন…
ধন্যবাদ সুদীপ। শুভেচ্ছা অভিনন্দন তোমার জন্য। এভাবেই কবিতার সাথে জড়িয়ে থাকো ভরপুর... ভালো থাকো, লেখায় থাকো..
Unknown বলেছেন…
তোমাদের ভালোবাসা শুভেচ্ছা পাথেয় হোক...উৎপলদা