পৃথিবীর সত্য ।। সুব্রত মণ্ডল ।।


পৃথিবীর সত্য
সুব্রত মণ্ডল

এক
মাছের আঁশের মতো সাজানো দুঃখ
কতদিন ইলিশ মাছ খাইনি বলে মাছ নেড়ে দেখছে খদ্দের
আমার মতো কত দুঃখি মানুষ এক ঝুড়িতে
বরফ দিয়ে বাঁচিয়ে রাখছে.....

এক এক করে সব মাছ শেষ দুপুরের দিকে

আঁশের আনেক নিচে থাকা আমাদের অস্তিত্ব
তেলের উপড় ভাজা হচ্ছে সরষে বাটায় ঝাল হবে বলে।

দুই
চেটেপুটে খেল আমাদের অহংকার

আমরা সাদা মাঠা মানুষজন
বিড়ালকেও বারণ করিনি
সেও চেটেপুটে খেল মানুষের লালা আর কাঁটা

জানি না আর কতদিন আঁশের নিচে বাঁচিয়ে রাখতে পারব আমাদের...

আমরা হারিয়ে ফেলছি পৃথিবীর সত্য

তিন

যেদিন আমরা নিজের ভাইকে বোনকে চিনতে পারব না
এখনো কি চিনতে পারি

মায়ের পায়ে জবা হয়ে...গাইছি

শেষ সুর লাগিয়ে ছিল রামপ্রসাদ

যেদিন আমরা নিজের মাকে চিন্তে পারব না

আমরা কিছু না নিয়ে কি সুন্দর বেঁচে আছি বেশ।





---------------------------------------------------------------------------------------
না পড়ে চলে যাবেন না মতামত রেখে যান এখানে পোস্ট করার সময় আপনার ই-মেল পাসওয়ার্ড চাইতে পারে দিন ওটা আপনি গুগলকে দিচ্ছেন একবারই দিতে হবে আর যদি প্রযুক্তিগত কারণে বার বার মতামত পোস্ট করা সত্বেও মতামত যদি পোস্ট না হয় তাহলে সম্পাদকের ফেসবুকের ইনবক্সে পোস্ট করুন পরে এখানে পোস্ট করে দেওয়া হবে নাহলে achenayatri@gmail.com-এ মেল করুন অনেক আন্তরিকতার সাথে আমরা এই কাজটা করি তাই এই লোভটা সামলাতে পারি না সমালোচনা করেই লিখুন কিন্তু লিখুন আশায় আছি ধন্যবাদ

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
ভাল লাগল। বানান সম্পর্কে সতর্ক থাকা দরকার।