পালাগান ।। সুবীর সরকার ।।

পালাগান
সুবীর সরকার

ছড়া ও ছবি সাজিয়ে আমাদের
                 পার্বণ
ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি
তবে তো ছবি জুড়ে ধানক্ষেত

চালচিত্রে মোরগঝুঁটি
মূলত বাতাসনির্ভর
গাছের তলায়
       পিঁপড়েরা

চোখের পাতায় কেমন ঘুম নেমে
                  এল
চলাচলের মধ্যে থাকি
কথোপকথন হয়

যেখানেই যাও সঙ্গী বাদ্যযন্ত্র
শুরুতে নিরাপদ থাকতে চাওয়া
ভাঙা দাঁতের
       গল্প

বিকেলমাঠ ও কুয়াশায় ইঁটের
              দেওয়াল
‘অনেক পালটে গেছ’
আঙুলে রোদ,চকপেনসিল

হাত বাড়ালে ছুঁতে পারি
পুনর্গঠনের দিকে যাই
বাঘের হলুদ থাবায়
ফড়িং কিম্বা সূচিশিল্প
ছোট নদী। ফুট কুড়ি চওড়া
লাঞ্চব্রেক নেই।
আগুনের পাশে পাউরুটি

ঘামে ভেজা মুখের উপর লাফিয়ে পড়ল
                             বেড়াল
‘হাসলে কি অদ্ভূত দেখায়’
শিরোনামে সৌজন্য সাক্ষাৎকার
উষ্ণতা ফিরে পাচ্ছে
            সম্পর্ক

জনশ্রুতি ও চলতি ধারনার মধ্যে কোন
                           মিল নেই
আপনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব
টুপি পড়ে মঞ্চে
                       ঢুকছেন

১০
তবে কি চোখের জল!
স্ক্যাণ্ডালের গা বেয়ে
            পাপ
আপাতত গঞ্জের হাট
ঢালাও রবিশস্য

১১
ধ্বনির অনুকরণ করি
জলস্রোতে হাঁস জাতীয়
               পাখি
  হালবলদের মাঠ
রোদের দিকে তাকানো যায়
                       না

১২
দিনেরবেলায় বাঁশি
বিদ্রুপ উড়ে এল
কেউ খোঁজখবর নেয়
                  না
আড়ালে চলে যায়
        ব্যক্তিজীবন

১৩
ভিড়ে ঠাসা রাস্তায় আমাদের 
               দেখা
সামনে ওভারব্রিজ। নদী বুজিয়ে
রাতারাতি শাকসবজির খেত
পাকা কুল পড়ে আছে

১৪
নির্জন জায়গা থেকে উঠে আসা
আপনি বুঝি সাংঘাতিক ফ্যান!
কারখানা মানেই তো ধোঁয়া
দু’পা এগোলেই শপিং
            মল

১৫
হাসতে হাসতে বেরিয়ে এলেন
আলো নিভছে।
আসুন একদিন অদৃশ্য
          রাস্তায়

১৬
কবিতাগুচ্ছের ভিতর ভোর
অবধারিত জলহাওয়া
প্রতিটি আইসক্রিমের রং
           আলাদা
চশমা আনতে ভুলে গেছি

---------------------------------------------------------------------------------------
না পড়ে চলে যাবেন না মতামত রেখে যান এখানে পোস্ট করার সময় আপনার ই-মেল পাসওয়ার্ড চাইতে পারে দিন ওটা আপনি গুগলকে দিচ্ছেন একবারই দিতে হবে আর যদি প্রযুক্তিগত কারণে বার বার মতামত পোস্ট করা সত্বেও মতামত যদি পোস্ট না হয় তাহলে সম্পাদকের ফেসবুকের ইনবক্সে পোস্ট করুন পরে এখানে পোস্ট করে দেওয়া হবে নাহলে achenayatri@gmail.com-এ মেল করুন অনেক আন্তরিকতার সাথে আমরা এই কাজটা করি তাই এই লোভটা সামলাতে পারি না সমালোচনা করেই লিখুন কিন্তু লিখুন আশায় আছি ধন্যবাদ


মন্তব্যসমূহ