শূদ্রক উপাধ্যায়


শ্রাবণ
তোর চোখ বেয়ে জল নেমে এলে
গঙ্গার কথা মনে পড়ে; কতদিন না
ছুঁয়ে দেখা প্রিয় গিটার, রিং-টোন,  
স্কেল ভুল করে প্রেমিকের স্কেলে  
বেজে যাওয়া সুরে গুন গুন...

উদাস বিকেলে পাখির ডানায়
লেগে থাকা রোদ্দুর আর ঘাসের
শিকড় ছুঁয়ে নেমে পড়া হাঁসের   
নরম থিনথিনে নখের আঁচড়   
অথবা অষ্টাদশী বালিকার
সাঁকোহীন নদীর জোয়ার।

তোর চোখ বেয়ে আগুন নামলে
আমি আকাশে বৃষ্টির প্রার্থনা করি...





মন্তব্যসমূহ

সুবীর সরকার বলেছেন…
শুদ্রকের এই কবিতা ভীষণ ছুঁয়ে গেল। শুদ্রকের মতই প্রানবন্ত ও তাজা। শুভেচ্ছা ভাই।
Unknown বলেছেন…
ধন্যবাদ সুবীর দা...
Unknown বলেছেন…
ধব্যবাদ সূবীরদা। শূদ্রক এই প্রজন্মের প্রতিভা। দারুণ সব অনুভব নিয়ে লিখতে এসেছে।