তীর্থঙ্কর মৈত্র

 একজন রোগাটে ফরসা বৃষ্টি'কে
            একলা যখন পেলাম;
তখন, বলতে বাঁধা নেই--
           রোগাটে ফরসা বৃষ্টি,
তোমার কিন্তু সেই--
            ক্লাস ফাঁকি-- স্যানাডুইস-এর দুপুর
ভালোবাসতো এক--
            কলেজপড়া তরুণ গিটারিস্ট

তখন তোমার বয়স; ব্লু-গিটার রঙের,
বৃষ্টি দেশে কেবল তাজা কিছু সময়...
তখন, এই আমিও কেবল বৃষ্টি দেশে সবে-
চোখের ভাষার তরুণ অনুবাদক
পকেট ভরা ছিল--কচি তেঁতুলপাতার
                আষাঢ় বিকেলগুলো...
তখন তুমি অন্ধ--ভীষণ রকম অন্ধ!
আমি কিন্তু দেখতে পেতাম
              সকাল সন্ধেভর
              স্যানডুইসের দুপুর--

বৈষ্ণবীয় প্রেমে মিনিটগুলো যখন;
ছোট্ট বাংলা ক্লাসে স্যারের ধুতির সাদায়...
                  দোয়েল কৃষ্ণভক্তি;
বেঞ্চিগুলো প্রেমে হঠাৎ খেতো নাড়া-
পাশেই বসতে তুমি, মুখ বেজায় লজ্জা লাল!
তখন ছিলে কালা--নির্ঘাত ছিলে কালা!
আমি কেবল শুনতে পেতাম-
                    স্যানডুইস-এর নূপুর...
লাইব্রেরির এই লনে
                   একলা যখন পেলাম;
তখন, বলতে বাঁধা নেই--
                   রোগাটে ফরসা বৃষ্টি,
তোমার কিন্তু সেই--
                   ক্লাস ফাঁকি-- স্যানডুইস-এর দুপুর
ভালবাসতো এক--
                  কলেজপড়া তরুণ গিটারিস্ট!

( কবিতাটি 'বসন্তের গিটার' কাব্যগ্রন্থ থেকে অব্যাবসায়িক উদ্দেশ্যে পুনর্মুদ্রণ করা হয়েছে    


মন্তব্যসমূহ