তমাল বন্দ্যোপাধ্যায়

রাজার অসুখ
অসুখ জড়িয়ে ধরে পার হই মৃত্যুর সীমানা
গভীর ছায়ার কাছে নতজানু এখনও যে রাত
আমাকে জাগিয়ে রাখে নিঃশ্বাস-প্রশ্বাস ভরে একা,
আমার যে আলাপের সমস্ত কুয়াশাময় আলো
শ্বাসকষ্টে শ্বাসকষ্টে ফুলে ভোরের আকাশ ডেকে দেয়,
যে জীবন অনিবার্য, তাকে মেনে নিয়েছে করুণ,
আজ সেই বাসনার কুৎসিত, আদিম অবকাশে
ক্লান্ত হয়ে বসে থাকে ঈশ্বরের ধ্বনি-প্রতিধ্বনি...
আর সেই অপেক্ষায় আরও একটু অসুখের মায়া
রেখেছি মৃত্যুর পাশে, যাকে দূর...
                             কোনোদিন এড়াতে পারিনি!


মন্তব্যসমূহ