সুবিমল মিশ্র

আপনি যখন স্বপ্নে বিভোর
কোল্ডক্রিম তখন আপনার ত্বকের গভীরে কাজ করে

দাদ-এগজিমা সারিয়ে নিন চুলকানি সব সারিয়ে নিন রোগজীবানু সারিয়ে নিন ফুলের সুরভি শ্বাসে-প্রশ্বাসে মধুর পুলক ভেসে ভেসে আসে নাচুন নাচুন ধেই ধেই নাচুন ফিরিয়ে আনুন ত্বকের স্বাথ্য ট্যাঁকের স্বাস্থ্য যেটুকু না হলে নয় সেইটুকুতেই কেনাকাটা সমঝে রাখুন দেখবেন দর বাড়বে না অসাধু  ব্যবসায়ীরে পরাস্ত করুন কেমনে করবেন হে ক্রেতা হে প্রসেস লউন দর বাড়িলে আতংকিত হইবা কাঁহিকে বেশি কিনে ফেলবেন না ফেললে পরে নির্ঘাত আপনে জিনিসের দর বাড়িয়ে দিলেন ছোট পরিবারই সুখী পরিবার যদি চান পাঁচন খান চোঁয়া ঢেকুর সেরে যাবে গজগজানি সেরে যাবে বিপ্লবিআনা সেরে যাবে ভালো ভালো হাগা হবে যদি চান পাঁচন খান যেমনি সরস তেমনি গাঢ় তেমনি কড়া কেশ নড়ে না বাল পড়ে না টাকের ভেতর নৌতুন নৌতুন  চুল গজায় অর্শের জ্বালা দূর করে পেটের জ্বালা দূর করেজ্বালা দূর করে দাদএকজিমা সারিয়ে নিন চুলকানি সব সারিয়ে নিন রোগজীবানু সারিয়ে নিন ফুলের সুরভি শ্বাসে-প্রশ্বাসে মধুর পুলক ভেসে ভেসে আসে নাচুন নাচুন ধেই ধেই নাচুন নাচুন আপনি যখন স্বপ্নে বিভোর কোল্ডক্রিম তখন আপনার ত্বকের গভীরে কাজ করে
   
পাত্র আছে পাত্রী আছে গিটার নিপুণা সুচাকুরে উজ্জ্বল-শ্যাম বহুত আছে পাঁচফুটতিনইঞ্চ ভক্তিমতী রসবতী রাঁধিতে পারে বাঁধিতে পারে       প্রয়োজনবোধে কাঁদিতে পারে চটপট করুন ফট্‌ফট্‌করুন ফুস্‌ রঙে-রসে স্বাদে-গন্ধে জীবনটাকে নাটক করুন নাটকটাকে জীবন করুন ঘাটতি মেটাতে কর বসাইবা ঘাড় ভাইঙ্গ্যা রক্ত খাইবা সরকারি দুধে চিংড়িমাছ হাইপ্রোটিন খাও খাও খাইয়্যা যাও অ্যানিম্যালপ্রোটিন বাঙালি প্রোটিন না পাইয়া বাঁটকুল হইছে বাড় নাহি প্রোটিন খাও বাচ্চা ফলাও থুড়ি থুড়ি ৩টির বেশি কখনো নয় ধানকলের বাবুরা সেয়ানা বেশ চাকরি দেয় রাইতের বেলা ইজ্জত লেয় আদিবাসীরা অবলুপ্তির পথে হে জীবন জীবন হে সভ্যতার ছাড়পত্র আধুনিক জীবন প্রাপ্তবয়স্কদের শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দন্তক্ষয় দূর করুন মুখের গন্ধ দূর করুন লুটেপুটে চেটে নিন হে জীবন জীবন হে দাদ-একজিমা সারিয়ে নিন সিফিলিসটা সারিয়ে নিন রোগজীবানু সারিয়ে নিন ফুলের সুরভি শ্বাসে-প্রশ্বাসে মধুর পুলক ভেসে ভেসে আসে নাচুন ধেই ধেই নাচুন আপনি যখন স্বপ্নে বিভোর কোল্ডক্রিম তখন আপনার ত্বকের গভীরে কাজ করে
       সভ্যতা দুঃসাধ্য রোগের সাথে লড়াই সুভাষ ঘরে ফেরে নাই দ্রুত কাজ করে মিষ্টি স্বাদ ব্রেনওয়াশটা চালিয়ে যাক স্ত্রীলোকেরা সাবধানে মাসে ৫ দিন সরকারি ন্যাপকিনে ৩০ দিন নিশ্চিন্তি জাঙিয়া পরুন তুলতুলে নরম পরনে  স্পর্শসুখ জাঙিয়া পরে বাজার করুন জাঙিয়া পরে অফিস করুন জাঙিয়া পরে মর্দানি করুন স্টাইলকে স্টাইল ইকনমিকে ইকনমি পয়সা স্রেফ প্রত্যংগবিবেক ব্যাক্তিত্বব্যঞ্জক নিউবাটার বীনা লতা নিশ্‌মা কারেন গীতা মোনা রূপমাধুরী কি  বিচিত্র ব্যাপার একসপোর্ট কোয়ালিটি শাড়ি কিনতে জেনেভায় যাওয়ার দরকার নেই দেশের কিনুন দিশি কিনুন দেশ বাঁচান ফুল ভয়েল অরগ্যানডি জ্যাকার্ড ল্যুপেড বাট্টা গ্রামে-গন্‌জে পথে-ঘাটে লেংটিপরা লেংটিমিনির যুগ দেশের লোক বড় মিথ্যুক খাইতে না পাস ছেলে বেচ্‌ মেয়ে বেচ্‌ বৌ বেচ্‌ ঘাটে বেচ্‌ এক কাপ চিনি এক কাপ মাখন এক কাপ দুধ এক কাপ নারকোল কুচি এক কাপ মিহি  করে কুচোনো আখরোট ঘি দিয়ে ভাজুন সোনালি করুন রূপালি করুন বাদামি করুন সাদামি করুন জনগণ- গণ আহার করুন এক বেলা পেট পুইর‍্যা খাইতে পাস না মিথ্যুক মিথ্যুক খরা-বন্যা মিথ্যুক মিথ্যুক মজুদদারি মিথ্যুক মিথ্যুক খাসা জিনিসে খাসা হয় কৃষি-উন্নয়ন সার-সম্প্রসারণ কৃষি-গবেষণা সার- কর্পোরেশন হালকামুচমুচেমুখরোচক ভিটামিনাস দারুন খেল চালিয়ে যান ও-আমার দেশের মাটি চালিয়ে যান কৃষকের জীবনের শরিক যে জন চালিয়ে যান দেশটা কারো বাবার নয় চালিয়ে যান ও-আমার দেশের মাটি তোমায় সোনায় মুইড়্যা দিমু চালিয়ে যান ধনেধান্যেপুষ্পেভরা চালিয়ে যান বহুৎ আচ্ছা চালিয়ে যান সারিয়ে দিন দাদ-এগজিমা সারিয়ে নিন খুঁত-খুঁতানি সারিয়ে নিন রোগজীবানু সারিয়ে নিন ফুলের সুরভি শ্বাসেপ্রশ্বাসে মধুর পুলক ভেসে ভেসে আসে নাচুন নাচুন ধেই ধেই নাচুন আপনি যখন স্বপ্নে বিভোর কোল্ডক্রিম তখন আপনার ত্বকের গভীরে কাজ করে
                                                                 

( গল্পটির রচনাকাল আগস্ট ১৯৭৪ এটি অব্যাবসায়িক উদ্দেশ্যে পুনর্মুদ্রণ করা হয়েছে বানান ও ছেদ-যতি অপরিবর্তিত  


মন্তব্যসমূহ