ভালো থাকার মন্ত্র
হেসে উঠলে যেই
আমাদের পৃথিবীও রঙিন হলো
প্রকৃতি ও আমরা কীভাবে মিলেমিশে
আছি দেখ।
তুমুল ঝড়ের আগে কেমন গুমরে থাকে
গাছপালা
মনের একান্তে ঝড় জেনে অস্থির
মন
তড়িঘড়ি পার করে বেলা।
এই যে নিয়ম করে রোদের আলো
উষ্ণতা ভাগ করে দিলে পরিমাপে
সকলেই ভালো থাকি বেশ।
দুপুর, বিকেল চুপিসারে চলে যায় রোজ
প্রতিটি রাত্রি আমাদের দিয়ে।
কুসুম সকাল দেখা শেষ হলে
হিংসুটে হই দখলদার সেজে
হিসাব নিয়ে বসি আমরা দেখেছো কেমন
!
গাছপালা বড় হয়, কথারা দীর্ঘ হয় আরও
চারপাশে নিবিড় প্রেম হুল্লোড়
নেই কোন
পাখিরাও নির্ভয়ে নির্মাণ গড়ে
তোলে।
এই পাঠশালা স্বাভাবিক এবং ছন্দময়
এই পাঠ নেয় না মানুষ
জোয়ার-ভাঁটার তর্জমা ভুল করে
বিদ্বেষে ।
হেসে উঠলেই দেখি নদীও গতিময়
ছিঁড়ে ফেলে দামের পোশাক ফুল ফোটে।
![]() |
সৌরদীপ্ত |
মন্তব্যসমূহ