অর্ঘ্য মণ্ডল

রাজনীতি

ফতেমা মেয়েটি কোনো পাগলের হাসি
                     উড়ে উড়ে লাল পলাশের মতো ফুটে থাকে চোখে মুখে

এইসব ফুটে থাকা,
ফুটেও না ফুটে থাকা ঘনরাতভালোবাসা
সাজিয়ে রাখো যে বুক থেকে বিকেলগুলোর সমুদ্র বেরিয়ে আসতে চাইছে এক মহীরুহ আগাছার কাছে
                     আগাছার ঝিমঝিম পাখিগুলো বাগান বাড়ির
ছড়ানো আলোর ফতেমাকে ভাবে চিহ্নিত রাজনীতি,কোনও শ্রাবণ-উপদ্রুত স্বপ্ন সমাধা শেষে
                     কলার ভেলায় চেপে ফিরে আসা বিজ্ঞান, ফতেমা মেয়েটি
                     তোমার চোখের  ’পরে শুয়ে আছে, চুল খুলে হাত পা ছড়িয়ে বহুদিন
একটি কূপের পাশে অপলক দূরত্বের রাস্তা পার হতে হতে
                     ঘনঘন ঘড়ি দেখা ফতেমা মেয়েটি
বাগানের কাজ সেরে ফিরে আসছিল আর ফিরে যাচ্ছিল কেন

                     নকুলের বুকে মাথা রেখে শোওয়া এক সর্প ডিঙিয়ে 

সৌরদীপ্ত 

মন্তব্যসমূহ