শিমুল মাহমুদ

পালকরহস্য
নক্ষত্রের বুকের সাথে বুক ছুঁইয়ে শুয়ে আছি আমি। হাতের আঙুল গলে চুইয়ে নামছে রঙ; রঙের অক্ষরে সাজিয়ে তুলেছো ছবি; হয়তো বা পালকরহস্য আঁকবে ভেবে এঁকেছিলে নিঃস্ব বিকেল--- রাতজীবী জোনাকির নক্ষত্র-চাদর।
দূরে থাকো চাঁদ--- প্রিয় চাঁদের শহর।


আদিম
ফরেস্টের ভেতর থেকে ভেসে আসছে যৌবনের গন্ধ--- দিগন্তব্যাপী, সরিষা ফুলের মতো মর্মভেদী, আদিম ও মাংসভুক। তোমাকে দেখতে পাচ্ছি আমি আমার ভেতর, আমিময়--- উষ্ণতায় ও স্তনে, দীপ্ত ইচ্ছার বনভূমি।

এগিয়ে এসেছে আষাঢ়। বৃষ্টিজলে উপবাস ভেঙে ফিরে যাচ্ছি অসভ্য বনভূমির কাছে। বর্ষণ-তীব্রতায় ফরেস্টের শরীর থেকে একটুও মোছেনি, যৌনগন্ধ।
সৌরদীপ্ত 

মন্তব্যসমূহ