অবতরণ কিংবা সাপলুডো
নামতে
নামতে
ঢালু
বা খাঁদ
রোদ্দুর
গলতে
গলতে
সফেদ
জমিন
তুমি
নামছো
দুহাতে
নোনা গন্ধ
গন্ধ
মানে
কনফেসন
গন্ধ
মানে
বরবাদ
কখনো
আবাদ
কখনো
আবাসন
কখনো
ঝুপ্পুস রাত
তুমি
ঘুমোচ্ছ
তোমার শরীর
নামছে
ঝুপ
ঝুপ
গানের ভেতর
ডাকবাংলোয়
গানের ভেতর
সাপলুডোয়
অভিনয়ের পাঠ বা অভিনয়
তুমি সেরাটা দিচ্ছ
দক্ষতাকে স্যালুট
নিজেরই একটা পা আগুনে
অন্য পায়ে মলম
অন্য পায়ে দাবানল
আরেক পায়ে যৌনতা
কী ব্যালেন্স
কী সিম্ফনি
ধীরে ধীরে
অভিনয়ের মকশো
তোমাকে আরেক অভিনয়ের দিকে ঠেলছে
আরেক অভিনেয়র পাঠ হয়ে যাচ্ছ...
কবিতার গ্লানি
মুছে ফেলছি টুপটুপ অক্ষর, যেগুলো জন্ম নিয়েছিলো কোনো
বেকায়দায়
কোপারনিকাস হাসছে
অক্ষরগুলো হাসছে
লোকগুলো দেখছে কতটা বিমর্ষ থাকলে
সাইবেরিয়ায় নগ্ন থাকা যায়, বিপ্রতীপ থাকা যায়...
![]() |
সৌরদীপ্ত |
মন্তব্যসমূহ