তোমাকে পাইনি...
তাই অনিমিখ চোখ
দিকচক্রবালে
চিক চিক স্বপ্নের সুনীল
লিখে যায়...
আর মগ্ন মন
প্রত্যাশা প্লাবিত মাঠে
রোজ পোঁতে প্রেমের সবুজ
অপেক্ষার সুখে বুক
তারা গোনে সারারাত
ঘরে এঁকে
স্বাগতম পাদ্যঅর্ঘ্য
ঘাসে ঘাসে
নিঃশ্বাসের সবুজাভ ঢেলে
মেলে দিয়ে প্রজাপতি রতি
যদি এসে পাশে বসো...
মদাসক্ত তৃপ্তি ঘুমে
ডুবে থাকি তাই...
যদি পাই-
বোধিটাই বড়ই মধুর
প্রাপ্তির কন্ঠে থাকে সমাপ্তির সুর
![]() |
সৌরদীপ্ত |
মন্তব্যসমূহ