নাজনীন খলিল


চাঁদের কৌটায়

ছায়াটা উড়ে যাচ্ছে স্যাঁতসেঁতে হাওয়ার ঘেরে 
একটা মিশকালো দাঁড়কাকের মতো
আর আমি
গণিতের শূন্যগুলোকে কমাতে কমাতে নিয়ে আসছি
একক সংখ্যায়

যখনই দীর্ঘঘুমের ব্যাকুলতা
তখনই  মুঠো মুঠো ঘুমের ওষুধ ;
স্বপ্নহীন সিডেটিভ ঘুম

অন্ধকার বারান্দার স্তব্দ অনিদ্রার সাথে জেগে থাকে
সুনসান এক বিনিদ্র গলি ;
লাইটপোস্টের ছেঁড়া ছেঁড়া আলোগুলো
অভয়বাণীর মতো জ্বলে থাকে সারারাত ,
ঝিঁঝির গুঞ্জরণের সাথে ডানা ঝাপটায় রাতচরা পাখি

কখন যে বুকের ভেতরে অনায়াসে ঢুকে পড়ে
একটা বিচ্ছিন্ন  আকাশ...

চাঁদের রূপালি কৌটায় যে স্বপ্ন জমাই সারারাত
ভোর হলেই কোথায় যে ছড়িয়ে-ছিটিয়ে ফেলি !


এক টুকরো সোনালি দড়ি অথবা সুতো


ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 




মন্তব্যসমূহ