দেবব্রত কর বিশ্বাস এই তারিখে নভেম্বর ২৮, ২০১৪ লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ পুরনো জামা ঝুলে থাকা ভালো নয় পুরনো হয়ে গেলে নিজেকে চেপে রাখা ভালো চেপেচুপে শুয়ে থাকা ভালো আড়াআড়ি, আড়ালে... যখন বিষাদের বিষ ন্যাপথলিনে মরে যায় আমিও শুয়ে থাকি, আর ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাই... ছিঁড়ে যাই ছবিঃ সৌরদীপ্ত চৌধুরী মন্তব্যসমূহ
মন্তব্যসমূহ