যেটুকু অবসর ছিল, আমাদের ‘কাল’হীন এই শীতের বিনা নোটিসে ঝটপট এসে পড়ায়,
সেটুকুও থতমত। ভাবলাম, বার কয়েক জিজ্ঞ্যেস করে নেব, কবে
আসবে, কবে আসবে, তারপর, আসছে না, আসছে না - করে হাপিত্যেসের পর একদিন
হাড় কাঁপানো রাতে, রাস্তার ধারের আগুনের চারপাশে জড়ো হওয়া
কাতর গোঙানীর পর, নলেন গুড়ের গন্ধমাখা সন্দেশ চিবোতে চিবোতে
গলায় আটকে গেলে, বিরক্ত হয়ে বলেই ফেলব, নাহ্ এর চেয়ে গরমই ভালো, অন্তত... ততক্ষণে আমাদের
অভিমানী প্রেমিকার অনেক অপেক্ষার পর না আসা চিঠির বাক্সে জমে থাকা অন্ধকারে চলে যাচ্ছে
এই সামান্য রোদ্দুরের বন্ধুতা... আমরা আবার ঘেমে নেয়ে... তারচে, এই সামান্য সাজিয়ে গুছিয়ে রাখা চারপাশ... রোদের গন্ধে জেগে উঠতে উঠতে শিউলি’রা
ঐ যে মাঠ পেরিয়ে চলে যাচ্ছে, অন্য এক বিপন্নতায়, তাদের হাতে হাত রেখে এই কাছাকাছি আসা, সামান্য...
![]() |
ছবিঃ সৌরদীপ্ত চৌধুরী |
মন্তব্যসমূহ