অর্ঘ্য মণ্ডল


সন্ধান
এই সর্পিল সন্ধ্যায়, এই ফোঁস ফোঁসানির  শব্দে
খুব হেসে হেসে একটি নিঃস্ব নৌকা ডাকছে নৌকার
নদী ভেসে গেছে আকাশে, বইয়ের ভাঁজে রাখা চাঁদ সূর্য...
মলাট লাগিয়ে নৌকায় বসে কোন ছেলেটিকে খুঁজছো!
এই সর্পিল সন্ধ্যায়, এই ফোঁস ফোঁসানির শব্দে...




চেনা
পথের অস্ত্র পথেই পড়ে থাকার
কারণ চোখে শান্তি পরিপাটি
কালকে তবু তোমার সঙ্গে দেখা
হবার সকল সম্ভাবনা-ই মাটি

                          এ মাটি কার চেনা ঘুমের দেশ
                          দেশজ জলপথের জলযান
                          শরীর জুড়ে রঙ তুলেছে বেশ
                          সে রঙে আমি অস্ত্রসম স্নান-

করার পরে ভাবছি চেনা মাটি...
যদিও তুমি তেমন কোনও আলো
নওগো ঝাল দেখানো লক্ষ্মীটি
যে ঝাল বাসি সবচে বেশি ভালো

                              পথের অস্ত্র পথের পরে ঠাঁই
                              জেনেছো আমি এমনই গ্রামপথ
                              যাহার নেই বিমান ঘাটি, নেই
                              তোমাকে তুমি বলার হিম্মৎ

ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 

মন্তব্যসমূহ