স্মরণ-২ // অনিল ঘড়াই

 

সে চলে যায় তবু থেকে যায় কয়েকটি শব্দ, ভীষণ এক নৈঃশব্দ্যের মধ্যে নভেম্বর  ২৩-এর সকাল আসবে এক মুঠো কুয়াশার মাঝে প্রতিবার  তুমি আর আসবে না, জানি তোমার 'অনন্ত দ্রাঘিমা' বরাবর ছুটে যাবো আমি এবং আমরা, 'কাক'- এর পালকের মধ্যে খুঁজে নেব নিজেদের আয়না, আর তাতে মুখ রেখে কেঁদে ফেলব  হলুদ  সকালের  মতো আমাদের দেশে শীত আসুক কুয়াশার মাঝে, আর তুমিও, শব্দের অলৌকিক  আয়না হাতে! বারে বারে



মন্তব্যসমূহ