শিমুল মাহমুদ

কাকবিদ্যা-৮

কর্কশ কাকের কণ্ঠ ঘিরে রেখেছে এপেক্স  বিল্ডিং; জুতোকারখানা
পাকা চামড়ার জুতোগন্ধে চাপা পড়ে গেছে জুতোশ্রমিকের শরীর

আকাশের নাভিমূলে বসে আছে কালোপাখি চামড়ার চর্বিতে
জমিয়ে রেখেছি পূঁজি কাককন্ঠের আওয়াজে মিশে যাচ্ছে
কারখানা ফেরত জুতোশ্রমিকের কামহীন ক্ষয়াটে কণ্ঠ

কাকবিদ্যা-৯

কৃষ্ণপক্ষের কামুক অন্ধকারে কাকচঞ্চু ছিঁড়ে বানিয়েছি তাবিজ;
কর্তিত নোখের আশায় পালঙ্কের পায়ে বসিয়ে রেখেছি দাসী

বৃষ্টিরা ঘন হয়ে এলে, আরো কাছাকাছি

প্রভাত-বৃষ্টির জলে ধুয়ে গেছে কামবিদ্যা, কুফরি-কালাম 

ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 

মন্তব্যসমূহ