স্মরণঃ৩ / তপন রায়চৌধুরী



প্রতিটি মানুষ এক একটা ইতিহাস এক একটা ইতিহাসের, কাল-সীমার সাক্ষী বয়ে চলার এই স্মৃতি কত না হারিয়ে গেছে... যা বেঁচে আছে, তা নিয়ে চর্চায় আজীবন কাটিয়ে আজ নিজেই অজান্তে ইতিহাস হয়ে গেলেন আমরা ‘রোমন্থন’-এ ব্যস্ত হতে পারি, কিন্তু হারিয়ে যাওয়া নিয়ে ভাবনা? মাত্র দুটি বাংলা গ্রন্থ, ছড়ানো ছিটানো কিছু গদ্য, কিছু আলোচনা, আর স্মৃতি জুড়ে শুধু অন্বেষণ... ইতিহাস... আর 'বাঙালনামা'র পাতায় পাতায় যেটুকু আমাদের স্মৃতিকে দূরে হারিয়ে যাওয়া অতীতের দিকে টেনে নিয়ে যায়... সেখানে তিনি আজও খুঁজে চলেছেন... আমাদের...  


মন্তব্যসমূহ