শামান সাত্ত্বিক

নিমগ্ন ধ্যান
স্তন্যের গভীর উচ্ছ্বাস থেকে জেগে যায় অসুস্থ মানব সন্তান
নিতম্বের চলন-বলনে চোখের আশ্বাসে ব্যাপক ব্যাপৃত শিহরণ

এখনো মেঘাঙ্কুর আকাশে আলোর ফলন উঁকি-ঝুঁকি দিয়ে যায়
রহস্য কতল হলে সশব্দে নিনাদিত হতে থাকে ঘুঙুর পায়েল

চৈতন্যের ফাঁক-ফোঁকল গলে অদ্ভূত শ্যাওলা গজানো শেকড় গড়ে উঠলে
নিস্প্রভ রাতে মৃত্তিকার মাঝে চোখ বুজে নগ্ন শুয়ে থাকি এই একা

ঐদিকে জোৎস্নামাখা মেটে রাত কখন যে মিটিমিটি হাসা ভুলে গেছে



ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 

মন্তব্যসমূহ