ভোর
চোখে এত ভর্তি ভর্তি ঘুম
কুয়াশার মতো ঘিরে আছে।
অপলক চোখে চেয়ে চেয়ে থাকি
ভোর আসে নাকি?
রাস্তায় শিশির পড়ে আছে...
রাতের গভীরে কে যেন ভোর রেখে গেছে
আমি খালি পায়ে পথে নামি
ভোরের সন্ধানে বাস করি।
দু-হাত ভরানো ভোর খুঁজে চলি...
রাত চিরে চিরে।
 |
ছবিঃ সৌরদীপ্ত চৌধুরী |
মন্তব্যসমূহ