বিশ্বজিৎ বর্মণ

লাউডগা বা সাপ

কাগজ কুড়োতে কুড়োতে তোমাকে পেলাম ওই জানলার ধারেওই জানলা
বেয়ে উঠছে সুস্বাদু লাউয়ের ডগা, সুগন্ধি শীতরাত, পাশাপাশি ভানুমতির
খেল ক্লাস ইলেভেনের সাদা সাদা ফিলসফি ডার্ক টিউশন স্মৃতির সরণী
মানে ওই জানলা; জানলার পাশে ঢেউ, লুকিয়ে রাখা বুক ঢেউ তুলেছিল
ঘরের ভেতরের ছাত্রটিকে আর কাগজ কুড়োতে কুড়োতেই এসে দাঁড়ালাম
ওই গরাদ বেয়ে আরেক সাপ, যে সাপে তোমার অবুঝ অবুঝ ঢেউ হারাবে


        

অক্টোপাস

অন্যমতো ভাবতে পারছি না চারদিক থেকে
নুড়িকাঁকর
ভাতকাপড়
তাড়া দিচ্ছে আর চিৎকার করে জানান দিচ্ছে 
                                     তোর লুডো
                             তোর ভুলভুলাইয়া
অন্যথায় বাঁক পাচ্ছে, শরীর গলছে ঠাণ্ডাতেও

       
   
রোদ  নাব্যতা   

রোদ ভাঙছে তুমি সামলাও গড়ন

তোমার বাকল থেকেই আগামীকাল
পাতা
জল
খাদ্য, আর কিছু সভ্যতার খুনসুটি
গড়িয়ে গড়িয়ে বারমুডা বারমুডা

যদিও ঢলে-পড়া, বৃষ্টিবাদল,লটারি
তোমাকেই মানায় তোমাকেই তো
বাটি ভরে রোজ নাব্যতা দিয়ে যাই

ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 

মন্তব্যসমূহ