শঙ্কর দেবনাথ

কবিতারা আসে
এক
সব কথা বলে দিতে পারি
               খোলাখুলি
ডেকে নিতে পারি অন্দরে

আঁধার আঁধার ধাঁধার মধ্যে
        তবুও তোমাকে রাখি

খুঁজে নাও আর
           বুঝে নাও তুমি
অতলের ছায়াছবিটা

ইশারাই প্রকৃত কবিতা

দুই
সময় ও আমি হাত ধরে চলি
       পাত পাতি ঘরে ঘরে
তুমি ভাবো আমি অস্থির গিরগিটি

আসলে কবির কোনো স্থিরতা নেই
          ভাঙে আর রাঙে
সময়ের প্রতিখন্ডে মৃত্যু হয়
         হয় জন্মান্তর

কবিতা পরম আত্মা
কবিরা জাতিস্মর

তিন
শুন্যের গুণিতক ক্রমান্বয়ে
       মহাশুন্য হতে থাকে
অথচ শুন্য লিখে শেষ করি
             গুণফল মানবীক

কবিতা আসলে আনবিক

চার
শব্দহীন অন্ধকারে আলোরা যেভাবে থাকে
দেহহীন - সেভাবেই কবিতারা ঘোরে চারপাশে

চেতনা যখন প্রতিফলকের মত সামনে দাঁড়ায়
কবিতারা আলোদেহে সশব্দে হাসে

কবিতা প্রতীমা নয়  - শুধু স্বপ্নে আসে



ছবিঃ  সৌরদীপ্ত চৌধুরী 


মন্তব্যসমূহ