নোবেল নোবেল

               
                    সাহিত্যে নোবেল ২০১৪  

        শহরটির নাম পারি। আর সেই স্বপ্নের শহরেই কত না স্বপ্নেরা ডানা মেলেছে, মিশে গেছে আকাশে... কত কবিতা, গান, ছবি, গল্প, কথা, কাহিনি, রহস্য... কে খোঁজ রেখেছে! শুধু একটা শহর... আর তার বুকে হারানো মানুষের হারিয়ে যাওয়া গল্প নিয়ে ঘুরে বেরাচ্ছেন প্যাট্রিক মাদিয়ানো... আর হাঁটতে হাঁটতে কখন যে খুঁজে বেড়াচ্ছেন নিজেকেই... নিজের অতীত... নিন্দুকেরা বলেই ফেলল, সেকেলে রহস্য গল্প... কিন্তু গল্প... আসলে আজও ভালো গল্পটা ভালো করে বলা হয়ে উঠল না... তাই মাদিয়ানো...
“ তাঁর স্মৃতিকথনের শিল্প, যা তিনি জাগিয়ে তুলেছেন প্রান্তিক মানুষের কত না অনতিক্রম্য সমাপতন খুঁটে খুঁটে... যে সমাপতন এক পেশাদার জীবনের দূর পৃথিবীর পথ বলে দিচ্ছে...” 
“যাতে করে আপনি পাশের পাড়ায় না হারিয়ে যান (২০১৪)”, “রাত্রিভর্তি ঘাস (২০১২)”, “হারিয়ে যাওয়া মানুষটা”, “মধুচন্দ্রিমা” ... প্রায় সবকটি উপন্যাসেই তাঁর সেই খুঁজে বেড়ানো অতীত... কিন্তু কোনও সীমার মধ্যে ফেলতে পারে না পাঠক... তবু নিজেই বলেন, “ যেন মনে হয় সেই ৪৫ বছর ধরে আসলে একটাই উপন্যাস লেখার চেষ্টা করে চলেছি।” তাঁর পারি’র রাস্তায় হাঁটতে হাঁটতে এই খুঁজে চলার মধ্যে আমাদের কত অবহেলিত অতীতের গল্প খুঁজে নিচ্ছেন তিনি... খুঁজেই চলেছেন এক আবহমানকে...

                                                 তমাল বন্দ্যোপাধ্যায়



মন্তব্যসমূহ