শিমুল মাহমুদ


কাকবিদ্যা-৫
কাককন্ঠের কামস্বরে
         জেগে উঠেছে দেহ
তুমি কি ক্লান্ত
       ভয় পাওয়া হরিণযুবতি?

দেহের ভেতরে তাকাও
স্তনের তলানি থেকে ভেসে আসছে
কামগন্ধ

কাকবিদ্যা-৬

বুকের  পেশীতে ব্যথা,
এইসব কথা তোমাকে গোপন করে
জল নামছে দূরে
একখণ্ড মেঘ, জলসংবাদ বহন করে
ফিরে যাচ্ছে তোমাদের বাড়িতে

কাকদুপুরে তুমি কি একা?
নিরাপদে থেকো,
ঘরে ঘরে কাকের উপদ্রব

কাকবিদ্যা-৭

কামশীতল রমনীর কামহীন কামনার মতো
প্রতিরাতে ক্ষয়ে যায় কাকগন্ধী চাঁদ

ক্ষয়াটে চাঁদের ভেতর, পলিথিন পেপারে তৈরি
চালার নিচে শুয়ে আছে
ঠিকঠাজ শেষে ফিরে আসা হোসনে আরা


মন্তব্যসমূহ