শঙ্খচূড় ইমাম

রোববারের নিমপাতা

১১
অসুখটা মেতেছে ঢের
যেন পিটভাইপার
শীতে শীতে নিস্তেজ
            মাটি ও মন

এই শ্যাওলা দিনে
হাতপাখাঘুম
খোয়া গেছে- পাষাণ পালকে
তোমাদের নির্জন পথও নাকি
হয়ে উঠছে-
               করাতকল

জেনে রাখো-
দাহদিন, ছোঁড়াছুঁড়ি
সব চুকে যাবে-
               চুম্বকে, বর্ণিল ভণিতায়

১২
ষোল আনা শূন্য
পূন্য হয় না
তবু আমার এই মৃত চোখ
ঝুল বারান্দায় দ্যাখে
আপেলআয়ু

কি সব অদ্ভুদ
পাখিযান, লালপাতা
পড়ে আছে পথবাঁকে-
             তামাশায়

দুপুর বুঝি না
সংজ্ঞা বুঝি না
সবগুলো সেফটিপিন
আটকে রাখছে-
          এই আমাকে

১৩
কয়টা সেমিকোলন ক্রেডিট হয়েছে
এই দরজায়-
এমন প্রশ্ন পাশে রাখাই ভালো

বুদবুদ দিয়ে
জীবন ভরাট হয় না
দ্যাখো, তোমাদের নিজস্ব পরিসরে
যে চোরামুখটা লাফালাফি করছে
তা আমার উঠোনে
                         নতুন জৌলুষ

প্রিয় বর্তমান, তুমিই বলে দাও-
কানামাছি খেলতে খেলতে
তলানীতে পড়ে থাকা
চায়ের লিকারের মতো
হয়ে উঠছি কতটা বর্ণিল
আমি তো জানি-
জন্ডিস মানেই হলুদ নয়



মন্তব্যসমূহ