কামরুল বাহার আরিফ


যে দাগ প্রতিদিন গাঢ়ো হয়

খুব একান্তে যখন আয়নার সামনে বসো
জানি, কপাল আর চিবুক জুড়ে বসে যাওয়া
সেই চুম্বনের দাগগুলো এখনো খুঁজে খুঁজে দেখো...
আদরের চুমুতে দাগ থাকে না বলে যারা জানে,
তারা আসলে প্রেম জানে না...
যদি চুমুতে দাগ না-ই ফেলবে, তবে সেদিন থেকে
যুগ পেরিয়ে আজো কেনো বসে থাকো, মুখোমুখি আয়নায়?
কেনো তবে, কপাল আর চিবুক খুঁটে দ্যাখো প্রতিদিন?
বলো, কতটা প্রাচীন হলে, সেই দাগে হেরে যাবে
প্রেমের তাজমহল...

কখনো কি জেসমিন জিতেছিল প্যারিস ছাপিয়ে এসে
বাসিমুখ-ঠোঁট গন্ধের সাথে?

তাই আয়নাতে বসে বসে রোজ, প্রসাধন মনে
দুজনেই কাছে আসি-- নিঃশ্বাসে, গন্ধে, শিহরণে...


আমি প্রবিষ্ট তারই মাঝে

সাগরজল এক মানবী
প্রতিচিত্রে নয়, জাগ্রত উত্তরণে
ঢেউ আর ঢেউ বুননে
উজানের ঐশ্বর্যে, ভাটির শূন্য চিত্রপটে
বিষাদের পাথরচাপা ঝরনার কান্নায়...

সাগরজল এক মানবী তরু
বিচ্ছেদে নয়, শাখার বিস্তারে
ঐশ্বরিক প্রেম-পবনে
আছে অগ্নিগিরির জ্বলন্ত লাভায়
প্রকৃতির প্রেম প্রহেলিকায়
আছে চাপ চাপ মৃত্যু-নিঃশ্বাসে

তবুও সাগরজল চারিদিকে অসীম প্রবাহিনী
আমি প্রবিষ্ট তারই মাঝে সাঁকোহীন প্রাণতরণী।


মন্তব্যসমূহ