গোলাম মোর্শেদ চন্দন

ক্যানভাস

দেখতে দেখতে জীবনটা হয়ে গেল সাদাকালো ক্যানভাস
যেখানে একদা মৌচাক ছিল,
এখনও পড়ে আছে মোম চোখের পরতে
 হারিয়ে যাই পূণিমায় তিথীর আয়োজনে
ভাবতে ভাবতে স্মৃতির শিথানে শুয়ে
বলি- জীবনটা এতছোট কেন ?
আসলে ছোট নয় বরং বহুতল বৃক্ষের সুউচ্চ করোতল
আলোআঁধারির খেলায় তাই ভুলে গেছি তার ব্যস,
অবগাহনের কাল বাজার সদাই শেষ হলে
বোঝা যাবে কতটা কেনাবেচা হল ঘোরের
এবার চলো আমরা নিজেরাই
একটা বাজার হয়ে উঠি, বেচাকেনার

স্রোতের কলরোল

প্রতিযোগীতা শেষ বিজয়ীকে দেখা গেল না
তবু ঘিরে রাখল সবাই পড়ন্ত সময় ,
কেঁটে গেল মেঘ বৃষ্টি নামল অঝর ধারায়... ভেতরে ঘাম
নামাও বিছানা বালিষ ধরাও ওম সময়কে তুলে রাখ
 শোকেচের ভেতর নদীকে নতমুখি হতে বল ,
আসবে জোয়ার চল বহুমুখি করি প্রন্ত বাসনাগুলো
খোলস ছাড়াই ছড়িয়ে দেই বহুমাত্রিক প্রাপ্তির আঁসটে জল
 বহুরুপি নদীগুলো মিলিয়ে দেই মোহনায় কলকলিয়ে
 দেখি স্রোতের কলরোল থৈ থৈ জলে


মন্তব্যসমূহ