যাহিদ সুবহান

ঘাটপোড়া রোদের কাছে

নদীর কাছে আসার পর
ঘাটপোড়া রোদের কাছে জানলাম
হৃদয়ে বাস করা নদী অভিমান নিয়ে
অবশেষে ফিরে গেছে গন্তব্যে আর
আমার জন্যে রেখে গেছে শেষে
এক ঘাট  স্রোতের জলের মত দীর্ঘশ্বাস
জলময় পৃথিবীর ঘোরের মত
এ হৃদয় নদীর জন্য হাহাকার পোষে
তাই বার বার ছুটে আসি ঘাটপোড়া নদীর কাছে ...

আত্বঘাতী হয়ে উঠি
এ শহর উত্তপ্ত কারও দ্রোহের আগুনে নয় স্বার্থের
আত্বঘাতী হয়ে উঠি আমরা যারাএ শহরের নাগরিক
নিজেদের ঘরে আগুন দেয় নিজেরাইপোড়ে নিজেদের দ্রোহে
যেদিন এ শহর পুড়ে পুড়ে হবে ছাই ভস্ম
পুড়বে কোলাহল আর নাগরিক জীবন তারপর
একদিন এই ছাইপোড়া শহরটা বেঁচে দেবো
শকুনের থাবা নিয়ে অপেক্ষায় থাকা কোনো
শহর খোকো লোভী বর্গীর কাছে...




মন্তব্যসমূহ