অঞ্জন আচার্য


দলের ভিড়ে একা

আর কি আছে অবশিষ্ট
কিছুই নেই তো বাকি,
আকাশ আঁকতে যাবো বলে
-
নীল-বাতাস কেন আঁকি?

একটা ডালে একটা পাখিই ছিল
সেই পাখিটা কবেই গেছে উড়ে,
তবুও কেন ঘুরেফিরেই কেবল
অন্ধ
-গাছটা আগলে রাখি ধরে?

সব হারানোর দলের ভিড়ে একা
কী নামে আজ দুঃখটাকে ডাকি?
আমার সঙ্গে আমার হলো দেখা;
আমরা দু'জন একলা হয়েই থাকি

রাত-দিন

রাত নেমেছে গুমোট হয়ে
আঁধার অন্তহীন,
দিনগুলো সব যাচ্ছে গলে
রাতের পেটে দিন





মন্তব্যসমূহ