জিহান আল হামাদী

বৃত্ত-বৃন্ত 

মনে হয় মাঝে মাঝে রাত্রির নাম বৃত্ত-বৃন্ত হলে
মন্দ হতো না ।
গোলাকার হতে হতে রাত্রির বুকে হানা দেয়া
স্বপ্ন গুলো কেবল ছুঁতে চায় সেই মহামায়া ।
খুঁচিয়ে খুঁচিয়ে জাগিয়ে তোলা পথের ময়লা,
ঘোরের অনিদ্রা আর স্বামী-স্ত্রীর কথোপকথন- পুরোটাই
ঘুরে ফিরে বৃত্তে থেমে যায় আর
কিছু মানুষ তেলাপোকা হয়ে
তাকিয়ে থাকে বৃন্তের দিকে উন্মুখ হয়ে ।

রাত্রির নাম বৃত্ত-বৃন্ত হলে মন্দ হতো না;
এসময় থেমে যায় মানব, মাঝে মাঝে মানবী,
বৃক্ষ আর হাতের কারুকাজ ।
সমস্ত আবেগ বিলিয়ে যে দিন জমা রাখা হয়
আলো নিভে গেলেই তার ঠোঁটে জন্মে শুকতারা ।
মনে হয় মাঝে মাঝে, খুব আদরে
আগলে রেখেছে রাত, বৃত্তের বৃন্ত;
সুরচিত পাতায়, মোড়ানো ডানা নাড়িয়ে ।

ছোঁয়াছুঁয়ি হয়, তবু স্বাদ নেয় কেউ
কষ্টের ক্ষতে ওহম হয়, বৃন্ত জুড়ে কৃষ্ণপক্ষ;
বৃত্তের রাত্রিতে বৃন্ত খুঁজে নিতে হয় ।
                       



বিয়োগ 
অবশেষে ছেলেটি হারিয়ে গ্যালো
রিক্ত আকাশের পথ ধরে,
অনেক হয়েছে মধ্যবিত্ত প্রেম
সোডিয়াম বাতি খেয়ে নিচ্ছে আঁধার 
আর একটি তারা বয়ে যাচ্ছে নিঃসঙ্গতার ক্ষত।

চুল মেলে মেয়েটি
শুয়ে আছে বিছানায়,
তার দুঃখ কোথায় ? পরাজয়ে নাকি নিরাশ্রয়ে ?
জানালার ধারে কেউ নেই
উত্তর দেবার নেই কেউ আজ !

৩.
বিষণ্ণতা আর নির্ঘুম মৌনতার রাত নেমেছে
সারারাত ধরে চলবে স্মৃতির যৌনতা,
কুঁড়ে কুঁড়ে লেহন করে নেবে সর্বস্ব
তবু কেউ দেবে না বাধা ।




মন্তব্যসমূহ