মনির ইউসুফ


সমস্ত প্রশংসা তাহলে কার
প্রতিটি জাতিই তার আত্ম- গৌরবের অহমিকায় নিমজ্জ্বিত,
যে অহমিকা এ জগতে বয়ে এনেছে দুর্বিষহ বিদ্বেষ;
যে বিদ্বেষ বয়ে এনেছে মানুষের জন্য অবর্ণনীয় দুর্ভোগ;
যে দুর্ভোগ থেকে তাদের পালানোর কোনো পথ নেই


প্রতিটি জাতিই ছড়িয়ে দিয়েছে বিদ্বেষের বিষ,রক্তাক্ত করেছে জনপদ;
মানুষ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না
এই সত্যই আজ আধুনিকতার সংজ্ঞা,
আবার তারা শুভাশুভ, কল্যাণও আশা করে; হায়! নির্বোধ


প্রতিটি জাতির বুকের ভেতর ঘৃণার পুঁজ, হিংষা, বিদ্বেষ, প্রতিটি জাতি অসুস্থ
তাদের রোগ কি তারা নিজেরাও জানে না

 তাই সমস্ত প্রশংসা স্রষ্টা নিজের জন্য বরাদ্ধ করে রেখেছে;
মানুষের জন্য প্রশংসার কিছইু নেই


তবুও মানুষ প্রশংসা দাবী করে, কী স্ববিরোধী এই প্রাণী
জ্ঞানী, পণ্ডিত, কবি, বিজ্ঞানী, চিকিৎসক বিকাশের কতো স্তরে গেলে
  দ্ধেষ ও বিদ্বেষের শেষ হবে; সে ভবিতব্য মানুষের জানা নেই
সমস্ত প্রশংসা তাহলে কার!




বনী- ঈসরায়েল, হাবিল ও কাবিলের জাতবনী ইসরায়েল আর পঙ্গপালের সর্দার,
রক্তপিপাসু হাবিলের জাত;
রক্তপিউ, রক্ত মদের চেয়ে লাল পান করো স্বর্গীয় সুরা,
মোজেজস ও জেসাস শতাব্দীর মানববংশীয় ভাই

তারা মদের পাত্রে লালরঙের শরাব নিয়ে পিয়ে ছিলো,
মানুষে-মানুষে রক্তারক্তি বন্ধ হবে এই আশায়


জগত অদ্ভুদ পান করো হাবিলের জাত


আরবীয় গোত্র প্রধান পান করো শরাব ও সাকী,
কাবিলের জাত কান্না করো


কাবিলের জাত জেসাসকেও ক্রুশবিদ্ধ করেছিলো
মুহ
¤দকে ও ক্রুশবিদ্ধ করে
তারা কাবিলের জাত ভলোবাসার মুগ্ধতার চেয়ে
ভালোবাসা খুন করা যাদের প্রিয় শখ, প্রিয় নেশা


কি করবে তুমি কান্না করে, বিলাপ করে, কপাল চাপড়িয়ে,
প্রতিহিংসার আগুনে ছেয়ে আছে হৃদয়, বুকের ভেতর এতো অন্ধকার ;
এই অন্ধকার অনেক দীর্ঘ, দীর্ঘ এই অন্ধকারায়িত ঘৃণাবোধ;
এ ই ঘৃণার বীজ বপন করেছিলো কারা


হাবিলের জাত, কাবিলের জাত ভাইয়ে-ভাইয়ে এই ঘৃণা সৃষ্টির আদি
আকাশে উড়ন্ত তীর ছুটে যাচ্ছে, দেখো
যে জাত সত্যের পক্ষে যে জাত প্রজ্ঞাবান তাকে সেই রক্ষা করবে
হাবিলের জাত উল্লাস বন্ধ করো, কাবিলের জাত কান্না বন্ধ করো





মন্তব্যসমূহ