তবু লালনমন// অমিতকুমার বিশ্বাস

                       
      গভীর রক্তের দাগ মাটিতে তবু ছুটছে সময় ধর্ম-বর্ণের চাবুক হাতে উন্মাদ কিংবা বুনো শুওরের মতো আমরা চুপচাপ যারা কথা বলছে তারা হেলে গেছে ডানে কিংবা বাঁয়ে সুবোধ বালেকেরাও রাজসিংহাসন মুছে মিটিমিটিয়ে চেয়ে আছে দুটো ডগবাইট্‌সের দিকে বেশ এখানেই বিভ্রান্তি এখানেই পেটো আর অর্ধমনস্ক মানসিকতার লাফালাফি গান্ডুপনা
       মানুষ মরছে তাই আমিও মরছি তাই তুমিও হরি মলিন লালন সব  অগত্যা আমার শব্দেও আগুন লেগে যাচ্ছে ঘরে ঘরে আগুন লাগা একটু বাকি
লাগ লাগ লাগ লাগ ভেলকি লাগ!
নিরো নিরো নিরো
স-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-অ-ব্‌!!

এক প্রবল বণ্যার অপেক্ষায় আছি এক বালতি জলে এ রক্ত মোছবার নয়! 



মন্তব্যসমূহ