মহিম সন্ন্যাসী


শুভশ্রী বিশ্বাস
শুভশ্রী তুই আজ সারাদিন আকাশবিয়োগ
আসন্ন সাইক্লোন বসে রয় বাস স্টপেজ
মেঘের শরীর পায় ট্রাফিকের অচর্মরোগ
শেমিজমুখর রাত ঢেকে দ্যায় রাতের ক্লিভেজ

গরিব গিটার কার গ্রীবাময় ঝুলন্ত ওম
বাজায় করুণ লাল কলিজার হলুদ ভিটায়?
মুমূর্ষু দরগায় বেঁচে থাক পবিত্র মোম
প্রেমের সকল সুর বিছানায় সাইন থিটায়

বিষণ্ণ বিলবোর্ড মুখোশের স্বাধীন শহর
নারীর অপর নাম জেনে যায় পুরুষ শালিক
অকথ্য ওড়নায় বাচনিক বুকের বহর
উড়ন্ত ঢেউটিন বাতাসের ব্রা কর্জ নিক

অথৈ পুতুলনাচডুবে যায় জীবের শরীর
ঠোঁটের গোপন তিল চিরকাল চুমুকপ্রবণ
নিতান্ত শয্যায় পানি হয় বরফ কবির
অশুদ্ধ মনটির পাশে তার অসুস্থ বোন

শঙ্কা বাস্তব পৃথিবীর ডানায় ডানায়
তোর মুঠোর জল পাখিদের বিমূর্ত ঝাঁক
নিমগ্ন দাঁড়কাক ঝুঁকে রয় গোসলখানায়
শুভশ্রী আজ তুই আকাশের স্বপক্ষে থাক

শাহবাগ

খোকাখুকু সব বোঝে, এইবার খসে গেছে দাঁড়িপাল্লার থেকে মিথ্যে ওজন
রাষ্ট্র, তোমার মুখে কীসের দাগ?
আমরা কনিষ্ঠরা বুনো আগুনের মুখে ঠোঁট ফোলালাম
নগরে ছড়িয়ে গেছে আমাদের তরতাজা রাগ
যেখানে গলগ্রহ, বৃদ্ধ খেঁজুরকাঁটা, যুদ্ধাপরাধ
আমাদের আঙ্গুলে মেলে দ্যায় শূন্য ভাঁড়ার।
তবু সেই ঘুমঘরে সবুজ বেলুন দুলে ওঠে
তুই রাজাকার!
আমরা সমাজ থেকে মুছে দেবো বানরের বনরুটিভাগ
আহ! শাহবাগ!

বোকা থেকে যায় কিছু মাঠ

পাটালি গুড়ের সঙ্গ পেলেই
বেতের ঝুড়িতে বদমাশ মুড়ি স্মার্ট হয়ে যায়
নিত্য আমার রক্ষণশীল ফুলবাগানে
'
অই ছ্যাড়া তর নাম কী' গোছের গোলাপ ফোটে
সেই গোলাপও টম ক্রুজের সমালোচনা করতে পারে
গ্রামীণফোনের লাজুক টাওয়ার
ঘুম-খাওয়া নেই, আল্লার মতো চুপচাপ, বেঁচে থাকে
অসাবধানে মেঘ সরে গেলে
শেষ বিকেলের ক্লিভেজ দেখে আনন্দ পায়
নূপুর আন্টিরা লিপস্টিকটা দুইটি ঠোঁটের ঝগড়া বাঁধায়
ওষ্ঠ-অধর পরষ্পরকে মা-বাপ তুলে বকতে থাকে
যদি আমার একটি আঙুল বিরোধের সমাপ্তি চায়
ঠোঁটজোড়া কি করবে আপোষ? মানবে সালিশ?

আমার আঙুল চিরকালই শুক্রবারের হাট
এই কবিতার প্রতিটি শহর মিথ্যা বানোয়াট


মন্তব্যসমূহ