এ.টি.এম. মোস্তফা কামাল


কথা ছিলো
সেদিনের সকালের চেহারাটা আর মনে নেই
মনে আছে কোন একজন বলেছিলো,
আসন্ন বিকেল বেলা আমার কপালে নাকি চমক রয়েছে !
কথাটা শোনার পর কি এক অবাক কারণে ঘড়ি থেমে গিয়েছিলো !
সময়টা যেন পিছু হটা শুরু করেছিলো

উত্তেজিত অপেক্ষার বিকেল নিষ্ফলা গেলো !

আরো কতো বিকেলের প্রাণ গেলো
কি যে সেই দারুন চমক, এখনো সে জানালো না !

দূরের হাওয়া

পিছন ফিরে হাজার বছর খুঁড়ে মোড়ে মোড়ে পাচ্ছি অধীনতা,
হঠাৎ কিছু মুক্তি মেখে মেখে ঝলক মারে পলক স্বাধীনতা
অলিগলি, রাস্তা মাঠে ঘাটে লেপ্টে আছে দূর বিদেশী ছায়া...
রক্ত ঘেঁটে মিলছে যেসব ছবি দেখছি তাতে আঁকা বিদেশ মায়া!
সাগর টাগর হার মানিয়ে দিয়ে রক্তসাগর গড়েছিলাম যেদিন
সেই সাগরের রক্তেভেজা দ্বীপে রক্তনিশান উড়েছিলো সেদিন
স্বাধীনতা মন্ত্র হয়ে হয়ে বুকের ভেতর বৃক্ষমেলা বসে;

বর্ষা বানের নদীর বিলের পানি মৃত্যু খেয়ে যাচ্ছে খসে খসে



মন্তব্যসমূহ